Image description

প্রথমার্ধে ধারার বিপরীতে গোল খেয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা কম করেনি। কিন্তু পথ খুঁজে পায়নি স্বাগতিক দল। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোল করার মতো ধারালো আক্রমণ কম হয়েছে। প্রতিপক্ষের গোলকিপারকে দিতে হয়নি তেমন পরীক্ষাও। তাতে তিন জাতির সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল।

বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে ছিল বাংলাদেশের দাপট। প্রায় হাফ লাইনের ওপরে থেকে মালয়েশিয়াকে চাপে রাখার চেষ্টা ছিল স্বাগতিকদের। হাইলাইন ডিফেন্স করে খেলে গোল করার সুযোগ মিললেও ঋতুপর্ণা-শামসুন্নাহাররা জাল কাঁপাতে পারেননি। উল্টো প্রতি আক্রমণ থেকে নিজেদের ভুলে মালয়েশিয়া এক গোল আদায় করে বিরতিতে গেছে।

২০১২ সালের পর এই প্রথম বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে মেয়েরা। সবশেষ ২০১৩ সালের ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে মুখোমুখি হয়েছিল। আর ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯২তম অবস্থানে থাকা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছে তিন বছর আগে। কমলাপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে জিতলেও গোলশূন্য ড্র করেছিল দ্বিতীয় ম্যাচ। 

৭ মিনিটে গোছানো আক্রমণে দারুণ সুযোগ তৈরি হয়। লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়া সুলতানার রক্ষণ চেরা পাস ধরে ডান দিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। ছুটে গিয়ে লাফিয়ে হেড করতে চেয়েছিলেন মনিকা চাকমা, কিন্তু পাননি বলের নাগাল। একটু পর ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেডে বল চলে যায় বাইরে।

১২ মিনিটে পায়ের ব্যথায় খুঁড়িয়ে চলতে দেখা যায় মনিকাকে। তবে দুটি নারী সাফ জয়ী এই মিডফিল্ডার মাঠ ছেড়ে যাননি। খেলা চালিয়ে গেছেন।

২৯ মিনিটে খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণ থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। সতীর্থের লং পাস নুর আইনসাহ বিনতে মুরাদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার পাশেই ছিলেন ডিফেন্ডার কোহাতি কিসকু। প্রতিরোধ গড়ার মূল দায়িত্বও ছিল তার, কিন্তু একই সময়ে রূপনা চাকমা পোস্ট ছেড়ে ক্লিয়ার করতে বেরিয়ে আসায় দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। সে সুযোগে রূপনাকে ডজ দিয়ে বল বের করে নিয়ে বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নুর।

শুরুতে আজ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে অক্টোবরে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুন। সুলতানার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার। বিরতির পর মুনকি, শামসুন্নাহার জুনিয়র ও সুলতানার জায়গা হয় বেঞ্চে। তাদের জায়গায় নামেন স্বপ্না রানী, তহুরা ও সাগরিকা। তাতেও খেলাতে তেমন পরিবর্তন হয়নি। উল্টো রক্ষণের খোলস ছেড়ে বেরিয়ে এসে মালয়েশিয়া শুরু থেকে তিনটি সুযোগ পেয়ে স্বাগতিকদের মেনে কাঁপন ধরিয়ে দিয়েছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে তালগোল পাকিয়ে বল হারিয়ে বিপদ ডেকে এনেছিলেন শিউলি আজিম। তবে হেনরিটা জাস্টিনের দুর্বল শট সোজা রুপনার তালুতে জমা পড়ে। ৫৭ ও ৬২ মিনিটে নূর নাজওয়ার শট গোলকিপার প্রতিহত করেন। ৬ মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তহুরার সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা। কিন্তু ফাঁকায় থাকা সাগরিকার হেড হতাশা বাড়িয়ে চলে যায় পোস্টের বাইরে। পরের মিনিটে মালয়েশিয়া সুযোগ পেয়েও রুপনাকে পরাস্ত করতে পারেনি।

৭৬ মিনিটে ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র উঠে যান। মামনি চাকমা ও জয়নব বিবি নামেন। তিন মিনিট পর মালয়েশিয়ার আইনসাহ বক্সে ঢুকে পড়লে শট নেওয়ার আগেই শিউলি পেছন থেকে এসে নিখুঁত ট্যাকল করে বল ক্লিয়ার করেন। ৮৫ মিনিটে তহুরা শট নিলেও সেটা জমা পড়ে গোলকিপারের গ্লাভসে।

যোগ করা সময়ে বদলি নুরফাজিরার ৬ গজের সামনে থেকে নেওয়া শট রুপনা ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়ে হারের ব্যবধান বাড়াতে দেননি। মনিকারাও চেষ্টা করে পারেননি সমতাসূচক গোল করতে।

আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।