বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রার্থী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান ও বাংলাদেশের চপল। কোরিয়ার চুং এশিয়ান আরচ্যারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।
সভাপতি প্রার্থী চুং ঢাকায় আসেননি। অনলাইন ভোটিংয়ে তিনি ৯ ভোট পান। আর চপল পান ২৯ ভোট। তিনি বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টাল হলে হাততালির রোল পড়ে। বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব আরচ্যারিতে নিজেকে প্রতিষ্ঠিত করা চপল সংগঠক হওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতাও করেন।
শীর্ষনিউজ