ফুটবল মাঠে এমন দৃশ্য কেউই দেখতে চায় না। ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়েন কোচ। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। মারা যাওয়া ওই কোচের নাম ম্লাদেন জিজোভিচ (৪৪)। তিনি সার্বিয়ান সুপার লিগের এফকে রাদনিচকির কোচ ছিলেন। ঘটনার পরপরই থমকে যায় খেলা, স্তব্ধ হয়ে যায় গ্যালারি, ভেঙে পড়েন খেলোয়াড়রাও।
গত রবিবার সার্বিয়ার শীর্ষ লিগের ম্যাচে ম্লাদস্ত লুচানির মাঠে খেলতে নামে রাদনিচকি। ম্যাচের শুরুটা স্বাভাবিকই ছিল,গোলের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ চলছিল। কিন্তু ২২ মিনিটের মাথায় হঠাৎই মাঠে নেমে আসে নিস্তব্ধতা। হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েন রাদনিচকির বসনিয়ান কোচ ম্লাদেন জিজোভিচ।
৪৪ বছর বয়সী এই কোচকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসএস) এক বিবৃতিতে জানিয়েছে, ‘জিজোভিচের মৃত্যু দেশের ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
মাত্র দুই সপ্তাহ আগেই বসনিয়ার সাবেক মিডফিল্ডার জিজোভিচকে দলে নিয়েছিল রাদনিচকি। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘গভীরতম দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের পেশাদার দলের প্রধান কোচ ম্লাদেন জিজোভিচ লুচানিতে ম্লাদস্তের বিপক্ষে ম্যাচ চলাকালীন মারা গেছেন। তিনি তাঁর জ্ঞান, শক্তি ও মানবিকতায় এই ক্লাবে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। আমরা হারিয়েছি শুধু এক কোচ নয়, এক অসাধারণ মানুষ, বন্ধু ও ক্রীড়া ব্যক্তিত্বকে।’
ফুটবলের প্রতি নিবেদিতপ্রাণ এই তরুণ কোচের আকস্মিক মৃত্যু সার্বিয়ান ক্রীড়া অঙ্গনকে গভীর শোক ও বিষাদের মধ্যে ফেলে দিয়েছে।