Image description
 

কিছুদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে নানা গুঞ্জন চলছিল। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে দায়িত্ব পালন করলেও টাইগারদের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স তাকে সমালোচনার মুখে ফেলেছিল।

 

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার নিয়োগ মাত্র আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য। ১১ নভেম্বর থেকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের দুই টেস্টে এবং ২৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলের পারফরম্যান্সের ভিত্তিতে আশরাফুলের ভবিষ্যৎ কোচিং স্টাফে থাকার সিদ্ধান্ত হবে।

রুবেল হোসেনের রহস্যময় পোস্ট ক্রিকেটপাড়ায় নতুন জল্পনার সৃষ্টি করেছে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ব্যাটিং কোচ।”

 

পরবর্তীতে তিনি আরও একটি পোস্টে লেখেন, "যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।"

 

এবার আশরাফুলের অন্তর্ভুক্তি এবং রুবেল হোসেনের পোস্টকে কেন্দ্র করে ক্রিকেটপাড়ায় নতুন বিতর্ক এবং আলোচনা শুরু হয়েছে।