Image description
 

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রশংসার জোয়ারে ভাসছে ভারতীয় নারী দল। বিশ্বকাপ জিতে পূর্বসূরি ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও অঞ্জুম চোপড়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন হারমনপ্রীতেরা। তাদের এই কাজের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিল হারমনপ্রীত। তারপর ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। ঝুলন গোস্বামী, মিতালি রাজেরা সেই দলে ছিল। তারা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু ভারতীয় দল কী করল? বিশ্বকাপ জিতে ঝুলন, মিতালিদের হাতে ট্রফি তুলে দিল। সিনিয়রদের সম্মান দেওয়ায় তাদের স্যালুট। ভারতের পুরুষদের দল কোনোদিন এটা করেনি।’ বিশ্বকাপ জয়ের পর সাবেকদের নিয়েই উদযাপন করেছিলেন হারমনপ্রীতরা।

অশ্বিনের মতে, ক্যামেরার সামনে অনেকেই পূর্বসূরিদের সম্মান দেওয়ার কথা বলে। কিন্তু কতজন সেটা মন থেকে বলে? হারমনপ্রীতদের কাজে প্রমাণিত হয়েছে তারা সত্যিই পূর্বসূরিদের সম্মান করেন। অশ্বিন বলেন, ‘অনেকসময় সংবাদমাধ্যমের সামনে পূর্বসূরিদের সম্মান করার কথা বলা হয়। কিন্তু বাস্তবে তাদের সম্মান দিতে দেখা যায় না। সবাই বলে, আমাদের এই দলটাই সেরা। তার মানে, আগের দল ভালো ছিল না। আমি এমন অনেক আলোচনার সাক্ষী।’

অশ্বিন সরাসরি কারও নাম নেননি। কিন্তু তিনি যে সময়ে ক্রিকেট খেলেছেন, সেই সময়ে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ধোনি অশ্বিনের চেয়ে অনেক সিনিয়র। ফলে রোহিত, কোহলির সঙ্গে তার ওঠাবসা বেশি ছিল। তবে কি ভারতের এই দুই অধিনায়ককে খোঁচা মারলেন ভারতের সাবেক ক্রিকেটার? হতে পারে। কারণ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ কিংবা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতদের সঙ্গে ভারতের সাবেকদের কিন্তু দেখা যায়নি। হয়তো সেদিকেই ইঙ্গিত করলেন অশ্বিন।