
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ঘোষণা করেছে ১৬ সদস্যের দল। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গত বছর টেস্টে অভিষেক হয়েছিল তার, এবার সেই ধারাবাহিকতায় তাকে দেখা যেতে পারে সাদা বলের ক্রিকেটেও।
অন্যদিকে, দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, যিনি সর্বশেষ খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে থাকা দুই খেলোয়াড়—ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা—দল থেকে বাদ পড়েছেন।
টপ-অর্ডারে পরিবর্তনের মধ্যেই বাংলাদেশ দল পাচ্ছে নতুন ভারসাম্য। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবারও থাকছেন নেতৃত্বে, তার সঙ্গে আছেন নিয়মিত মুখ যেমন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও বর্তমানে দলের সেরা পারফর্মার সাইফ হাসান।
তবে এক বড় অনুপস্থিতি থেকে গেছে—লিটন দাস। এশিয়া কাপে চোটে আক্রান্ত হওয়ার পর স্ক্যান রিপোর্টের ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে বিশ্রাম দেওয়ার। টিম সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাইছে না তারা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।