
ক্রিকেটের মহাদেশীয় ইতিহাসে আরও একবার বাবর আজম। লাহোর টেস্টে লিখলেন অনন্য এক কাব্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য নজির। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের অলিখিত বিশ্বকাপে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের এই উজ্জ্বল নক্ষত্র। অবশ্য, রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকাদেরও এমন অর্জন নেই।
মাইলফলকটা বাবরই স্পর্শ করবেন, এটা আগেই নিশ্চিত ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কারণ, এই মাইলস্টোন ছুঁতে ২ রান দূরে ছিলেন এই তারকা ব্যাটার। লাহোরে ইনিংসের সপ্তম বলে বাউন্ডারি হাঁকিয়ে এশিয়ার ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্তে পৌঁছান বাবর। যদিও ইনিংস বড় করতে পারেননি। ৪ বাউন্ডারিতে ২৩ রানে থামেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বাবরের অবিস্মরণীয় সংখ্যার ছোঁয়া এই মাইলফলক। ৩৭ ম্যাচে তার রান ৩ হাজার ২২। অবশ্য, এরই মধ্যে অবসর নেওয়ায় রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলির (২৬১৭) সামনে এই রেকর্ড ছোঁয়ার সুযোগ নেই। তবে এখনও খেলছেন এশিয়ার এমন ব্যাটারদের মধ্যে শুভমান গিল (২৮২৬) ও ঋষভ পান্ত (২৭৩১) বাবরের পরেই আছেন।
অবশ্য, বাবরের আগে আরও ৭ জন এই মাইলফলক ছুঁয়েছেন। এর মধ্যে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জো রুট। ইতোমধ্যেই ৬ হাজার ৮০ রান করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ৪ হাজার ছোঁয়া দুই অস্টেলিয়ান হলেন স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস ল্যাবুশেন (৪২২৫)। এরপরে রয়েছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।
জো রুট, স্মিথ, ল্যাবুশেনরা যেখানে শীর্ষ সারিতে; সেখানে তাদের পাশেই দাঁড়িয়ে এশিয়ার একক প্রতিনিধি বাবর আজম। যে ব্যাট একসময় করাচির গলিতে স্বপ্ন এঁকেছিল, সেই ব্যাটই আজ মহাদেশের গর্বকে সীমানা ছাড়িয়ে যাচ্ছে। রোহিত, কোহলিরা সময়ের প্রান্তে থাকলেও এগিয়ে চলছেন বাবর। তার পথচলা স্থির, তবে দীপ্ত। যিনি প্রতিটি ইনিংসেই নতুনত্ব লিখেই চলছেন।
অন্যান্য ব্যাটারদের অবস্থান:
ব্যাটসম্যান রান দেশ
জো রুট ৬,০৮০ ইংল্যান্ড
স্টিভ স্মিথ ৪,২৭৮ অস্ট্রেলিয়া
মারনাস লাবুশেন ৪,২২৫ অস্ট্রেলিয়া
বেন স্টোকস ৩,৬১৬ ইংল্যান্ড
ট্রাভিস হেড ৩,৩০০ অস্ট্রেলিয়া
উসমান খাজা ৩,২৮৮ অস্ট্রেলিয়া
জ্যাক ক্রলি ৩,০৪১ ইংল্যান্ড
বাবর আজম ৩,০২২ পাকিস্তান