Image description

মিস ফিল্ডিংয়ে রান আউট হন তাওহীদ হৃদয়। ৫৩ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন তাওহীদ ও মেহেদি হাসান মিরা। চতুর্থ উইকেটে গড়েন ১৪২ বলে ১০১ রানের জুটি।

এরপর মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন হৃদয়। ৮৫ বল খেলে এক চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন তাওহীদ হৃদয়। 

এরপর রশিদ খানের গুগলিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। মিরাজ ৮৭ বলে এক চার আর এক ছক্কায় ৬০ রান করলেও ১৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি জাকের।