
ইংল্যান্ড ইনিংসের ৩০তম ওভারের তৃতীয় বলে সানজিদা আহমেদ মেঘলা ইংলিশ ব্যাটার অ্যালিস ক্যাপসিকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ দল। ১০৩ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের। জয়ের জন্য তখনো ৭৬ রান প্রয়োজন তাদের, বাংলাদেশের চাই ৪ উইকেট।
কিন্তু জয়ের এমন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তিনে নামা হিদার নাইট ১১১ বলে ৭৯ রানের হার না মানা এক ইনিংস খেলে ইংলিশদের ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। সপ্তম উইকেটে চার্লি ডিনকে (২৭*) নিয়ে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন নাইট।
বাংলাদেশের পক্ষে স্পিনার ফাহিমা খাতুন তার ঘূর্ণিজাদুতে ইংলিশদের চেপে ধরেছিলেন। ১০ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। পেসার মারুফা আক্তারও কম যাননি–৫ ওভারে ২৮ রানে ঝুলিতে পোরেন ২ উইকেট। তবে শেষ পর্যন্ত তাদের বোলিং জাদু বিফলে যায়।
নারী বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। চারে নামা সোবহানা মুশতারির ফিফটি (৬০) এবং লেজের সারির ব্যাটার রাবেয়া খানের ৪৩ রানের অপরাজিত দুই ইনিংসে চড়ে ১৭৮ রান পর্যন্ত পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সোফি একেলস্টোন। দুটি করে উইকেট নেন লিনসে স্মিথ, চার্লি ডিন এবং অ্যালিস ক্যাপসি।