Image description
 

নেপলসের বড় বড় দেয়ালে চোখ রাখলেই দেখা মেলে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। বিশাল বিশাল সব ম্যুরালে আজও তাকে স্মরণে রেখেছে সেখানকার মানুষজন। তবে শেষ দুই বছরে তার সঙ্গে জায়গা করে নিয়েছিলেন আরও একজন। তিনি কুইচা খোয়ারাশখেলিয়া। 

হবেই বা না কেন? নাপোলির ইতিহাসে লিগ জয়ের নজির আছে তিন বার। তার প্রথম দুটোতে জড়িয়ে আছে ম্যারাডোনার নাম। তৃতীয়টা এসেছে অতিসম্প্রতি। ২০২২-২৩ মৌসুমে এই নাপোলি যখন লিগ জিতেছে, তখন দলের গুরুত্বপূর্ণ একজন ছিলেন খোয়ারাশখেলিয়া। সে মৌসুমের সিরি’আ বর্ষসেরা খেলোয়াড়ও বনে গিয়েছিলেন জর্জিয়ান এই ফরোয়ার্ড।

তবে তার নাপোলি অধ্যায় এখন অতীত। তাকে চলতি জানুয়ারি থেকে দেখা যাবে ফরাসি জায়ান্ট পিএসজির জার্সিতে। চলতি শীতকালীন দলবদলে তাকে দলে ভিড়িয়েছে পিএসজি। অবশ্য তাকে ঠিক কত অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে, তা জানায়নি ফরাসি দলটা।

খোয়ারাশখেলিয়া নাপোলিতে ইতিহাস গড়ে এসেছেন। এবার পিএসজিতে পা রেখেই তিনি গড়লেন আরও এক ইতিহাস। সেটা পিএসজি তাদের ঘোষণার বার্তাতে প্রচারও করল। 

বিবৃতিতে বলা হলো, ‘পিএসজি আনন্দের সাথে কুইচা খোয়ারাশখেলিয়াকে দলে ভেড়ানোর খবর জানাচ্ছে। ২৩ বছর বয়সী এই উইঙ্গার, যিনি দলের ৭ নম্বর জার্সিটা পরবেন, তিনি প্রথম জর্জিয়ান খেলোয়াড় হিসেবে দলে আসছেন।’

নাপোলিকে ছেড়ে এসেছেন তিনি। তবে সিদ্ধান্তটা যে সহজ ছিল না, তাও জানিয়েছেন জর্জিয়ান এই উইঙ্গার। তিনি আগের দিন এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমার জন্য বিষয়টা খুবই কঠিন। তবে এখন বিদায় বলার সময় চলে এসেছে।’

২০২২ সালেই তিনি যোগ দিয়েছিলেন নাপোলিতে। এরপর সে মৌসুমেই দলকে জিতিয়েছিলেন অধরা লিগ শিরোপা। এরপর থেকে সব প্রতিযোগিতায় নাপোলির হয়ে ১০৭ ম্যাচে খেলেছেন তিনি। ৩০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯ গোল।