Image description
 

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের। দেশটির সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা সাঈদ আজমল। তিনি দাবি করেন, বিশ্বকাপ জয়ের পর দলকে প্রতিশ্রুতিমতো টাকা দেয়নি পাকিস্তান সরকার। সম্প্রতি পাকিস্তানি এই স্পিনারের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।

সেই ভিডিওতে সাঈদ আজমল দাবি করেন, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিশ্বকাপ জয় উপলক্ষ্যে ক্রিকেটারদের আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। লম্বা সময় পার হলেও সেই টাকা আজও ক্রিকেটাররা পায়নি বলে অভিযোগ করেন সাঈদ আজমল।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘সরকারের দেওয়া চেক বাউন্স করেছিল। আমি এতে অবাক হয়ে যাই, এটাও সম্ভব। সরকারের চেক বাউন্স করার পর আমাদের বলা হয়েছিল, পিসিবির চেয়ারম্যান ব্যাপারটি দেখবেন। কিন্তু তিনি কোনো উদ্যোগ নেননি। পরে আমাদের বলা হয়, ২৫ লাখ টাকা দেওয়ার ব্যাপারটা কেবল সরকারে প্রতিশ্রুতি ছিল। আমরা শুধু আইসিসির দেওয়া আর্থিক পুরস্কারের ভাগ পেয়েছিলাম।’

 

আজমল যখন প্রতিশ্রুত অর্থ না পেয়ে হতাশা প্রকাশ করছেন তখন এশিয়া কাপ জয়ের পরপরই বিসিসিআই ভারতীয় দলের জন্য ২১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করে। উল্লেখ্য, ২০০৯ সালের পাকিস্তান দলের হয়ে ১২ উইকেট নেওয়া আজমল দেশের অন্যতম সফল স্পিনার হিসেবে বিবেচিত। যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞার ফলে ২০১৫ সালে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়।