Image description
 

২০২৬ ফিফা বিশ্বকাপের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ শহর থেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের সূচি অনুযায়ী, সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে ও সিয়াটলের লুমেন ফিল্ডে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা।

 

এই দুই ভেন্যুর নাম উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘এই শহরগুলোতে উগ্র বামপন্থী আছে, যারা জানে না যে তারা ঠিক করছে। যদি কোনো শহর সামান্য হলেও বিপজ্জনক মনে হয়, আমরা সেখানে ম্যাচ হতে দেব না। প্রয়োজনে অন্য শহরে সরিয়ে নেব। আশা করি সেটা হবে না।’

 
 

৪৮ দল নিয়ে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা আসরে যুক্তরাষ্ট্রের ভেন্যু ১১টি। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।