Image description
 

এদেরসন ও সাভিনহো আগে থেকে আছেন ম্যানচেস্টার সিটিতে। ইতিহাদে এবার তারা পেতে যাচ্ছেন আরও একজন স্বদেশী। পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতোর রেইসের সঙ্গে চুক্তির আরও কাছে চলে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। 

২০০৬ সালের ১২ জানুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের পৌর এলাকা সান্তানায় রেইসের জন্ম। ফুটবলে হাতেখড়ি পারাইবা রাজ্যের আর১০ একাডেমিতে। এই একাডেমির মালিক ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রবিনিও। খেলোয়াড়ি জীবনে তিনিও দুই মৌসুম সিটিতে কাটিয়েছেন।

সেখান থেকে ২০১৬ সালে পালমেইরাস একাডেমিতে যোগ দেন রেইস। মূল দলে নাম লেখান গত বছর জুনে। তার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছিল পালমেইরাস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২২ ম্যাচ। এর মধ্যে ব্রাজিলের শীর্ষ লিগে খেলা ১৮ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। দলকে লিগের রানার্সআপ করতে দারুণ অবদান রেখেছেন। ব্রাজিলের জাতীয় দলে এখনো ডাক পড়েনি। তবে বয়সভিত্তিক দলের হয়ে (অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৭) খেলেছেন ১৬ ম্যাচ।

শীর্ষ স্তরের ক্লাব ফুটবলে প্রথম মৌসুমেই আলো ছড়িয়ে ইউরোপীয় ক্লাবগুলোর অনুসন্ধানী দলের নজরে আসেন রেইস। শুরুতে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে আগ্রহী হয়ে ওঠে সিটিও। কয়েক সপ্তাহ ধরে দর–কষাকষির পর চলমান শীতকালীন দলবদলেই তাকে পেতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরাই।

উল্লেখ্য, চলতি মৌসুমে বাজে সময় কাটছে সিটির। ভবিষ্যতের কথা চিন্তা করে নতুনভাবে দল গোছাতে শুরু করেছেন কোচ পেপ গার্দিওলা। ডান পায়ে অভ্যস্ত রেইস ছাড়াও তার পরিকল্পনা আছে ফরাসি ক্লাব লাঁস থেকে আব্দুকোদির খুসানোভ ও জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে স্ট্রাইকার ওমর মারমুশকে সিটিতে নিয়ে আসার।


বিডি প্রতিদিন