Image description

অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু ৯ মাস পার না হতেই তাকে বিসিবির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার কারণ হিসেবে নিজের মত আগেও জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আজ আরেকবার তার মেয়াদ নিয়ে কথা বলেছেন ফারুক।

 
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন তা শুনলে হয়তো ভালো থাকতাম।

 

কালের কণ্ঠের ডিজিটাল ‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে ফারুক বলেছেন, ‘অনেক মানুষকে নিয়োগ দেওয়ার ব্যাপার ছিল, হয়তো-বা যাদের উনি ক্রিকেট বোর্ডে চেয়েছেন। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলোয় উনি যাকে চাচ্ছিলেন, তাদের দিলে হয়তো...।

 
আমি তো কাজগুলো ভাগ করে দিয়েছিলাম। আগে কাজ করা একটি কম্পানি ঢাকায় কাজ করেছে (বিপিএলে)। চট্টগ্রাম ও সিলেটে করেছে আরেকটি। আরেকটি কম্পানি তারুণ্যের উৎসবের কাজ করেছে মন্ত্রণালয়ের সুপারিশে।
 
খুব ভালো থাকতাম, যদি উনি যা বলেছেন সব শুনতাম।’