খেলাপ্রেমী মানুষেরা সব সময়ই খেলা দেখতে পছন্দ করেন। রাত বা ভোর সময় যখনই হোক। ইউরোপিয়ান ক্লাব ফুটবল দেখতে রাত জাগেন এ দেশের বহু ফুটবল প্রেমী। অবশ্য ২০২৫-২৬ মৌসুম শুরু হয়নি এখনও। তবে খেলা প্রেমীরা চাইলে আজ রাত জাগতে পারেন। রাতে আছে ব্রাজিলের খেলা, ভোরে মেসির ইন্টার মায়ামির ম্যাচ। আছে ক্রিকেটও।
শনিবার দিবাগত রাতে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। তবে ব্রাজিলের পুরষ ফুটবল দল নয়। নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ও কলম্বিয়া মুখোমুখি হবে। খেলাটি শুরু হবে আজ রাত ৩ টায়।
বাংলাদেশ সময় ভোর ৫ টায় লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামি খেলবে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে।
এতো গেল ফুটবল। সকালে ক্রিকেটেও চোখ বুলিয়ে নিতে পারবেন খেলা প্রেমীরা। বাংলাদেশ সময় সকাল ৬ টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টসে।
নারী কোপার ফাইনাল বা ইন্টার মায়ামির ম্যাচ অবশ্য এ দেশ থেকে দেখা যাবে না টেলিভিশনে। তবে বর্তমান সময়ে ইউটিউব ও অ্যাপসের মাধ্যমে এই ম্যাচগুলোও নিয়মিত দেখে থাকেন ফুটবল প্রেমীরা।