Image description

পুঁজিটা ছিল মোটে ১৩৩ রানের। এ পুঁজি হাতে নিয়ে লড়তে হলে বল হাতে শুরুটা ভালো করা প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটা স্বাগতিকরা করেছে। পাকিস্তানকে ঘোর বিপদেই ফেলে দিয়েছে লিটন দাসের দল। ১৫ রানেই তুলে নিয়েছে ৫ উইকেট।

প্রথম ওভারেই রানআউট হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। পরের ওভারে প্রথম বলেই এলবিডব্লু হন মোহাম্মদ হারিস। দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

এরপর ফখর জামানকেও আউট করেন শরীফুল ইসলাম। ফখর করেন ৮ বলে ৮ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৪ রানে ৩ উইকেট।

পঞ্চম ওভারে বল হাতে নিয়ে ভয়ংকর রূপ দেখান তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরিয়ে দেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে। এই দুই উইকেট হারিয়ে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়। ইনিংসের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন জাকের আলী। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৪৮ বলে করেন ৫৫ রান।

জাকেরের সঙ্গে মেহেদী হাসানের ৫৩ রানের জুটি ছিল বাংলাদেশের ইনিংসের ভিত্তি। মেহেদী করেন ২৫ বলে ৩৩ রান।