Image description

জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এবার পরের ম্যাচেও জয়ের দেখা পেল দেশের ছেলেরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে ধসিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করল জুনিয়র টাইগাররা। প্রথম ম্যাচে ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

 

শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফিফটি হাঁকান আজিজুল হাকিম (৬৭), জাওয়াদ আবরার (৫৭) ও রিজান হোসেন (৫২)। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে জেসন রোলেস (৫১) হাফসেঞ্চুরি হাঁকালেও ১৬১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা।


সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ:২৬৫/৬, ৫০ ওভার :

দক্ষিণ আফ্রিকা : ১৬১/১০, ৩০.২ ওভার।

 

ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।