Image description

জাতীয় দলের বাইরে, দেশের বাইরেও আলোচনার বাইরে। রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে নানা জল্পনা। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি জানিয়ে দিল—ক্রিকেটার সাকিবের জন্য এখনও বোর্ডের দরজা খোলা।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, 'সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড় আসে। ব্যাটিং, বোলিং—অথবা অলরাউন্ড পারফরম্যান্স—সব দিক থেকেই সে এখনও দলে খেলার যোগ্য।'

সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মিঠুর সোজাসাপ্টা বক্তব্য, 'তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছি।'

সম্প্রতি নিজের বোলিং অ্যাকশন শুধরে সাকিব অংশ নিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যদিও সেখানে পারফরম্যান্স আশানুরূপ ছিল না, তবে অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এখনো জাতীয় দলে অবদান রাখার মতো সামর্থ্য আছে বলেই মনে করছেন বিসিবি পরিচালক।

তিনি বলেন, 'অ্যাকশন শোধরানোর পর সে একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১–২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন।'

সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে কি না—এমন প্রশ্নে মিঠুর উত্তর, 'যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশন্সের সঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে যেই দলটা গঠিত হয়েছিল, তা আগের পরিকল্পনার ভিত্তিতে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবেন, সেটা দেখার বিষয়। নির্বাচকেরা পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কী হবে।'

তিনি জোর দিয়ে বলেন, 'সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। তাকে বাদ দিয়ে দেওয়া যাবে না।'

জাতীয় দলে ফিরতে এখনো যে পথ খোলা আছে, তা স্পষ্টই জানিয়ে দিল বিসিবি। এখন শুধু সময়ের অপেক্ষা—সাকিব মাঠে ফিরে নিজেকে প্রমাণ করেন কি না, আর নির্বাচকেরা তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় কোথায় রাখেন।

ক্রিকেটার সাকিবের গল্প এখনো শেষ হয়নি। হয়তো নতুন অধ্যায়ের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট।