
স্পেনের পুলিশ জানিয়েছে, লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়েগো জোতা দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা গত সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
এই দুর্ঘটনায় জোতা (২৮) এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা (২৫) প্রাণ হারান।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশে ৩ জুলাই এক্সপ্রেসওয়েতে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
সিভিল গার্ড জানিয়েছে, ঘটনাস্থলে গাড়ির চাকার দাগ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে—“গাড়ির গতি রোডের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ”
তারা আরও নিশ্চিত করেছে, “গাড়িটির চালক ছিলেন দিয়েগো জোতা নিজেই। ”
শুরুতে পুলিশের ধারণা ছিল, ওভারটেক করার সময় গাড়ির একটি চাকা বিস্ফোরিত হয়, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের ২২ জুনের বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন জোতা। নতুন জীবন শুরু করার পরপরই এমন মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ফুটবল বিশ্ব।
পর্তুগাল এবং লিভারপুল—দুই জায়গাতেই শোকের ছায়া নেমে আসে। গত শনিবার পোর্তোর উপকণ্ঠ গন্দোমার-এ অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জোতা ও আন্দ্রের পরিবারের সদস্য, সতীর্থ, রাজনৈতিক নেতারা এবং ক্লাবের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা।
দিয়েগো জোতা তার ক্যারিয়ারে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো এবং উলভারহ্যাম্পটনের হয়ে খেলেছেন। ২০২০ সালে তিনি যোগ দেন ইংলিশ জায়ান্ট লিভারপুলে। পাঁচ মৌসুমে ৬৫ গোল করে লিভারপুলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন।
২০২১–২২ মৌসুমে লিভারপুলের এফএ কাপ ও লিগ কাপ জয়ে ভূমিকা রাখেন। আর গত মৌসুমে দলের রেকর্ড-সমান ২০তম ইংলিশ লিগ শিরোপা জয়ে সহায়তা করেন।
পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন জোতা। তিনি ছিলেন ২০২৪ সালের উয়েফা নেশনস লিগ জয়ী দলের সদস্য।
তার ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল এফসি পেনাফিয়েল-এর হয়ে, একজন মিডফিল্ডার হিসেবে।