সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথীর নাম। তবে দুজনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে অনেক দূরে। আনুষ্ঠানিকভাবে অবসর নেননি অবশ্য। সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বিপিএল চলছে। তাতে সাকিব আল হাসানের দেখা নেই। চিটাগং কিংসের হয়ে নাম লেখালেও তিনি দেশে ফিরতে পারছেন না। গত ৫ আগস্ট পতিত স্বৈরাচারী সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। মূলত সে কারণেই দেশে আসায় অলিখিত এক নিষেধাজ্ঞা ঝুলছে তার ওপর।ওদিকে তামিম ইকবাল বিপিএল খেলছেনই না শুধু, রীতিমতো কাঁপাচ্ছেন। সবশেষ ম্যাচেও খেলেছেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। তিনিও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তাই তাকেও পাওয়া যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
তবে তামিম সম্প্রতি এক ভ্লগে আড্ডার ছলে জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের হয়ে আর ফিরছেন না তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিংবা বিসিবিকে কিছুই জানাননি তিনি।
সে কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আশায় আছেন তাদের নিয়ে। আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। সে স্কোয়াডে সাকিব তামিম থাকবেন কি না, তা নিয়ে আছে গুঞ্জন।
সূত্র জানাচ্ছে, এ বিষয়ে এখনো নির্বাচকদের কিছুই জানায়নি বিসিবি। সব কিছু নিশ্চিত হলে এরপরই দল ঘোষণা হবে। তবে এরপরও দল পরিবর্তনের সুযোগ আছে। নির্বাচকরা সে সুযোগ নিয়ে হলেও দলে তাদের চান বলে জানা গেছে।
এর আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সাকিবের এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, রাজনৈতিক জটিলতার বিষয়ে কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’