শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েই দিলেন নাজমুল হোসেন শান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে লাল-সবুজের নেতৃত্ব ছেড়ে দিলেন এই ব্যাটার। তবে ওয়ানডে ও টেস্টে যথারীতি অধিনায়ক থাকছেন তিনি।
শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টা প্রকাশ্যে আসে বেশ কয়েক মাস আগেই। গত অক্টোবরে শান্ত বলেছিলেন, কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না তিনি। তবে বিসিবি তখন তাকে অধিনায়কের পদ থেকে সরাতে চায়নি।
তবে এরপর অবশ্য এই ফরম্যাটে আর নেতৃত্ব দেয়া হয়নি তার। চোটের কারণে ছিটকে যান সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে। তবে চোট কাটিয়ে উঠলেও নেতৃত্বে আর ফেরা হচ্ছে না তার।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, নাজমুল হোসেন শান্ত চূড়ান্তভাবেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন না। বিসিবি যদি চায়, টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন।
তার এই ইচ্ছায় বিসিবিও সম্মতি জানিয়েছে বলেই জানা গেছে।
তাহলে আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে না। আমরাও মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি-টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না।’
তিনি আরো বলেন, ‘তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’
বিসিবি নতুম টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা না করলেও কে আসতে পারেন নেতৃত্বে তা অনেকটা নিশ্চিতই। সদ্যই লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার পর বিসিবির জন্য সিদ্ধান্তটা নেয়া সহজ হয়ে গেছে।