Image description

ভারতের ক্রিকেট অঙ্গনে একের পর এক বিতর্কিত ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা তারই সতীর্থ আরুষি গোয়েল-এর বিরুদ্ধে গয়না, নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী চুরির চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। এনডিটিভি

 

দীপ্তির অভিযোগ অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্যের এবং প্রমিলা প্রিমিয়ার লিগের সতীর্থ আরুষি গোয়েল আগরায় তার ফ্ল্যাটে প্রবেশ করে চুরি করেন। অভিযোগে বলা হয়, আরুষি প্রায় ২ লাখ টাকার বিদেশি মুদ্রা, গয়না ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে নেন। পাশাপাশি দীপ্তি দাবি করেছেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে গত দুই বছরে ২৫ লাখ টাকা আরুষিকে ধার দিয়েছিলেন, যা তিনি ফেরত দেননি।

এফআইআরের তথ্য অনুযায়ী, দীপ্তির ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকে চুরি করার পর আরুষি অন্য একটি তালা লাগিয়ে দেন, যাতে কেউ বুঝতে না পারে। দীপ্তির ভাই সুমিত শর্মা আগরা সদর থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৫(এ), ৩৩১(৩), ৩১৬(২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে। আগরা সদরের এএসিপি সুকন্যা শর্মা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, কর্ণাটকের বেলাগাভি জেলার এক স্থানীয় ক্রিকেটার রাকেশ ইয়াদুরে অভিযোগ করেছেন, আইপিএল-এ রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলার সুযোগ দেয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতারক চক্র তার কাছ থেকে ধাপে ধাপে ২৪ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছে।

২০২৪ সালের মে মাসে হায়দরাবাদে এক প্রতিযোগিতায় নজর কাড়েন রাকেশ। পরে ডিসেম্বরে এক বার্তার মাধ্যমে তাকে জানানো হয়, রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছে। ফর্ম পূরণের নাম করে শুরুতে ২ হাজার টাকা, এরপর পর্যায়ক্রমে ৪০ হাজার থেকে ৮ লাখ টাকা পর্যন্ত নেয়া হয়।

রাকেশের অভিযোগ, বারবার টাকা দেয়ার পরও তিনি জার্সি, কিট ব্যাগ, বিমানের টিকিট কিছুই পাননি। শেষমেশ প্রতারণার বিষয়টি বুঝে বেলাগাভি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।