Image description

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদোর। ফুটবল হ্যাটট্রিকের মতো আয়েও সবাইকে ছাড়িয়ে তিনি। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় টানা তৃতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করলেন রোনালদো।

রোনালদো শীর্ষস্থান বজায় রাখলেও অবনতি হয়েছে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। দুই ধাপ পিছিয়ে তালিকার পাঁচে নেমে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। গতকাল শুক্রবার মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস এই তথ্য প্রকাশ করেছে।

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আনুমানিক মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৩৯ কোটি ৮২ লাখ টাকা। গত বছরের তুলনায় তার আয় বেড়েছে এক কোটি ৫০ লাখ ডলার। 

বাস্কেটবল তারকা স্টিফেন কারি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের পয়েন্ট গার্ডের আয় ১৫ কোটি ৬০ লাখ ডলার। তিনে আছেন বক্সার টাইসন ফিউরি। ফুটবল তারকা ডাক প্রেসকট চতুর্থ স্থানে জায়গা করে নেন। তার আয় ১৩ কোটি ৭০ লাখ ডলার। 

ইন্টার মিয়ামির মেসির আয় গত বছরের সমানই আছে (১৩ কোটি ৫০ লাখ ডলার)। বাস্কেটবল তারকা লেব্রন জেমস ষষ্ঠ স্থানে রয়েছেন। সাতে উঠে এসেছেন বেসবল তারকা হুয়ান সোতো। করিম বেনজেমা আট নম্বরে আছেন ১০ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে।