
কিছুদিন আগেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনাল্দো রদ্রিগেজ। অথচ, তিন দিন পরই নিজের দায়িত্ব হারাতে হলো তাকে। রদ্রিগেজ ও গোটা বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও ডি জেনিরোর একটি আদালত।
গতকাল বৃহস্পতিবার সিবিএফের অন্তবর্তীকালীন সভাপতি ঘোষণা করা হয় সংস্থাটির সহ-সভাপতি ফের্নান্দো সাহ্নিকে। তিনিই রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সাহ্নিকে দ্রুত নির্বাচন দেওয়ার নির্দেশনাও দিয়েছেন আদালত।
রদ্রিগেজের বিরুদ্ধে অভিযোগ তিনি সিবিএফের সাবেক সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করেছেন। তার সই করা চুক্তির পরই ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের প্রধানের দায়িত্বে থাকার সুযোগ হয়েছিল রদ্রিগেজের। এই অভিযোগেই রদ্রিগেজকে অপসারণের ঘোষণা দেওয়া হয়।
রিও ডি জেনিরো আদালতের বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো তার রায়ে বলেন, নুনেসের পক্ষে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে তা হলো- স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি শুনানিতে হাজির হতে পারেননি। বিচারক আরও জানান, ওই সাবেক সভাপতির মানসিক সক্ষমতা ২০১৮ সাল থেকেই প্রশ্নবিদ্ধ, যেহেতু সে সময় তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে।
২০২৩ সালের ডিসেম্বরেও রদ্রিগেজকে সভাপতির পদ থেকে বরখাস্ত করেছিলেন রিও ডি জেনিরোর কোর্ট অব জাস্টিস। তবে রদ্রিগেজ না থাকলে ব্রাজিল জাতীয় দলকে ফিফা নিষিদ্ধ করতে পারে এই আশঙ্কায় এক মাস পরই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্ডেস তাকে পদে পুনর্বহাল করেন। গত মার্চে আবারও নির্বাচিত হন রদ্রিগেজ।