Image description

বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। টিকিট নিয়েই মূলত তৈরি হয়েছে এই সমস্যা।

গতকাল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিন টিকিট কখন কিভাবে পাওয়া যাবে সেই তথ্য দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পর জানায় বিসিবি। ফলে সকাল থেকে অপেক্ষায় থাকা লোকজন শুরু করে গণ্ডগোল। সেই রেশ ছিল আজও। টিকিট না পেয়ে বিক্ষোভ শুরু করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে।

BPL Stadeum 2

টিকিট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার কারণে পুলিশের সঙ্গে কয়েক দফা মারামারিতেও জড়ায় সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

এই পরিস্থিতির কারণে রাজশাহী ও বরিশাল দল তাদের জন্য নির্ধারিত দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। তারা স্টেডিয়ামের চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করেছে।