
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাও জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। তবে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় অস্বীকার করে আসছে।
পহেলগাও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই হামলার সূত্র ধরেই গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
ভারতের এ হামলার প্রতিবাদে পালটা হামলা করেছে পাকিস্তান। সেই হামলায় ভারতের ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের এই উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতে চলমান টি-টোয়েন্টির জনপ্রিয় আসর আইপিএল থমকে পড়কে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র বুধবার জানিয়েছে, চলমান আইপিএল নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
সূত্রটি এএনআইকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো প্রভাবই আইপিএলের ওপর পড়বে না এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে।
আইপিএলের ইতিহাসে বিভিন্ন কারণে স্থানান্তর ও পুনঃনির্ধারণ ঘটলেও এটি কখনও বাতিল হয়নি। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। ২০১৪ সালে প্রথমপর্ব আরব আমিরাতে দ্বিতীয় পর্ব ভারতে অনুষ্ঠিত হয়। ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে আইপিএল আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে প্রতিটি দল ১১টি করে ম্যাচ খেলেছে। ১০ দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়েলস ১২টি করে ম্যাচ খেলেছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস ১১ ম্যাচের মধ্যে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে। মুম্বাই ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় আর দিল্লি ক্যাপিটালস ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে আছে।
আজ রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংস।