Image description

আগামী আগস্টে তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তবে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সময় সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। আবার বাংলাদেশের সঙ্গেও বর্তমানে রাজনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’।

এতে আরও বলা হয়, শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত সরকার খুব কঠোরভাবে জানিয়েছে নিকট ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে যেকোনো ধরনের ক্রিকেট খেলা অসম্ভব বলে মনে হচ্ছে।

ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ-২০২৫। যা আগের সিদ্ধান্ত অনুযায়ী হাইব্রিড মডেলে হওয়ার কথা ছিল, এখনও কোনও ভেন্যু চূড়ান্ত হয়নি। যদিও এমন উত্তাপের আবহে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।