Image description
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য খুব বড় একটা মনস্তাত্বিক বাধা আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের ওপর প্রায় নিয়মিতভাবেই ছড়ি ঘুরিয়ে আসছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
 
এবার আফগান জুজু তাড়ানোর সুবর্ণ সুযোগ বাংলাদেশের। চলতি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। এমনি অবস্থায় সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে সাকিব আল হাসান ব্রিগেড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
 
প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি থাকার পরও পথ হারানোর জোগাড় হয়েছিল টাইগারদের। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন পড়ে ৬ রান, হাতে ৫ উইকেট। এমন সহজ সমীকরণ মেলাতে গিয়ে উপক্রম হয় তীরে তরী ডোবার। করিম জানাতের করা শেষ ওভারের প্রথম বলকে সীমানাছাড়া করে ম্যাচটাকে মুঠোয় পুরে ফেলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এরপরই বিপত্তি! টানা তিন বলে উইকেট শিকার করে দলকে ম্যাচে ফেরান আফগান পেসার করিম জানাত। শেষ পর্যন্ত শরিফুল ইসলামের বাউন্ডারিতে আসে স্বস্তির জয়।
 
প্রথম ম্যাচে জয় আসলেও, মানসিকভাবে আফগান ভীতি থেকে বেরিয়ে আসতে পারেনি টাইগাররা। তাদের বিপক্ষে ব্যাটে-বলে একটা দুর্দান্ত জয় বদলে দিতে পারে মানসিকতা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শ্রেয়তর রেকর্ড আফগানদের। এই ফরম্যাটে দুদলের ১০ দেখায় আফগানদের জয় ছয়টিতে। আর এই সিরিজের প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশের জয় চারটিতে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে এখন পর্যন্ত আফগানদের সিরিজে হারাতে পারেনি টাইগাররা। সবশেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। ৫০ ওভারের ক্রিকেটে সমীহ জাগানো দল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে টানা সাফল্যের মধ্যে থাকা টাইগারদের গর্ব খর্ব করে ছেড়েছে সফরকারীরা। আফগানদের গর্বের জায়গা টি-টোয়েন্টি ফরম্যাট। তাদের এই গর্ব কেড়ে নেওয়ার সেরা সময় আজ।
 
ওয়ানডে সিরিজ চলাকালীন তামিম ইকবালের অবসরকা- নিয়ে টালমাটাল হয়ে ওঠে দেশের ক্রিকেট। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শান্ত হয়েছে পরিস্থিতি। কিন্তু ড্রেসিংরুম কী প্রাণবন্ত হয়েছে, এমন প্রশ্নটা উঠছে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই। যদিও প্রথম ম্যাচের আগে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব খুব জোর গলায় বলেছেন, ড্রেসিংরুমে কোনো সমস্যা নেই। প্রথম ম্যাচ জয়ের পরও খুব গোছানো মনে হয়নি বাংলাদেশকে। আর তাই সিরিজ জয়ের সঙ্গে সেরা ছন্দে ফেরার চ্যালেঞ্জও থাকছে সাকিব বাহিনীর। আফগানদের বিপক্ষে গর্ব ফিরিয়ে আনাটা যে টাইগারদের জন্য সময়ের দাবি।