Image description
 

আইপিএলের মেগা নিলামে ৪ কোটি ২০ লাখ রুপি খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। আর ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জন্য ৮ কোটি ৭৫ লাখ রুপি খসিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এই দুই ক্রিকেটারের কেউই চলতি আইপিএলে নিজেদের নাম বা প্রাইসট্যাগের প্রতি সুবিচার করতে পারছেন না।

আর এতেই চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের বেহাল পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের ক্ষুধা (ভালো করার) শেষ হয়ে গেছে। ওরা এখানে (আইপিএলে) কেবল ছুটি কাটাতে আসে। ছুটি উপভোগ করে চলেও যাবে। ওরা আসে, মজা করে এবং চলে যায়। দলের জন্য ওদের লড়াইয়ের কোনো ইচ্ছাই দেখা যায় না।’

দলের জন্য কিছু করার যেই ইচ্ছা তা কেবল হাতেগোনা কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাঝেই দেখেছেন শেবাগ। সেই প্রসঙ্গে এই ভারতীয় ওপেনার বলেন, ‘আমি অনেক সাবেক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু কেবল মাত্র এক-দুজনের মধ্যেই এমন অনুভূতি দেখেছি, হ্যা, আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই।’

গত মৌসুমেও ফর্ম হাতড়ে বেড়িয়েছেন ম্যাক্সওয়েল। ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। এবারও একই হাল। চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল্ডেন ডাক উপহার দেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ৪১ রান করতে পেরেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

 

ম্যাক্সওয়েলের মতো বাজে সময় কাটছে বেঙ্গালুরুতে তার জায়গা নেওয়া ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরুতে খেলা লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। যার মধ্যে একটি ইনিংসেই এসেছে ৫৪ রান। বাকি ৬ ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান।