
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। জাকার্তায় আজ স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে টুর্নামেন্টের টানা চারবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচ শেষ হওয়ার ২১ সেকেন্ড আগে। ড্র করতে করতে শেষ পর্যন্ত ফজলে রাব্বির ফিল্ড গোলে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মামুন উর রশিদের দল।
প্রথম কোয়ার্টারে গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ওবায়দুল হোসেনের ফিল্ড গোলের পর গত ম্যাচের সেরা খেলোয়াড় সোহানুর রহমানের পেনাল্টি কর্নার গোলে হয় ২-০।
পরপরই ৪ মিনিটের ব্যবধানে দুটি ফিল্ড গোল করে ম্যাচে ফিরে আসে ইন্দোনেশিয়া। এ সময় বাংলাদেশকে ভালোই চোখ রাঙাচ্ছিল স্বাগতিক দল, যারা শক্তিতে অনেকটা পিছিয়ে। কিন্তু তৃতীয় গোলটা আর গোল পাচ্ছিল না বাংলাদেশ। তাই শঙ্কা জাগে ড্রয়ের।

ইন্দোনেশিয়ার সঙ্গে করলে বাংলাদেশের কাছে সেটি হতো হারের মতোই। শেষ পর্যন্ত মিলেছে তিন পয়েন্টই। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী ম্যাচে এক গোল করা ওবায়দুল হোসেন। 'বি' গ্রুপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে।