Image description

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন সিলেটে বাংলাদেশ দল। শুক্রবার (১৮ এপ্রিল) অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। 

আজ ৬২ বছর বয়সে পা রাখলেন সিমন্স। তাই জন্মদিনের উপহার হিসেবে প্রথম টেস্টে জয় চান টাইগারদের কোচ। সিমন্স বলেন, 'এখন আর জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে।'

প্রথম টেস্টের ভেন্যু নিয়ে বেশ খুশি টাইগারদের কোচ। তিনি বলেন, 'প্রথম থেকেই প্রস্তুতি দারুণ হচ্ছে। এখানে সুযোগ-সুবিধা দারুণ, স্বপ্নের মতো। যেভাবে চাইবেন সেভাবেই প্রস্তুতি নেওয়া যাচ্ছে। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি।'

জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন অনেকে। তবে আপাতত প্রথম টেস্টেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন সিমন্স। তিনি বলেন, 'হোয়াইটওয়াশ নিয়ে আমি ভাবছি না। আমি সামনের ম্যাচ ধরে ভেবে থাকি। প্রথম টেস্ট আগে জিতি, এরপর সিরিজ জয়ের কথাও ভাববো। প্রথম টেস্টের প্রথম দিনটা জিততে চাই। সিলেট পর্ব শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাববো।'