Image description
 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল শাইনপুকুরের দুই ব্যাটারের আউট নিয়ে তৈরি হয়েছে ফিক্সিংয়ের সন্দেহ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করছে বিসিবি। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

 

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ফিক্সিং তদন্ত নিয়ে কথা বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘এই পাতানো খেলাটা দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের ক্রিকেটে বড়হারে কমেছে। এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। পাতানো খেলা হলে ওই খেলা দিয়ে আপনি কোনোদিন ভালো ক্রিকেটার পাবেন না। আপনার সেরা ব্যাটারকে আপনি বলবেন ডাক মেরে আউট হতে। আপনার সেরা বোলারকে আপনি বলবেন ওয়াইড, নো দিতে- উইকেট না নিতে। আসলে এটা কোনো খেলা না।’

 

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে এটা জানিয়ে তিনি বলেন, ‘এটা আমরা চেষ্টা করব...উদাহরণ তৈরি করা (শাস্তির) খুব জরুরি। এটা নিয়ে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। আমি এসেছি ২-৩ দিন হয়েছে। এরমধ্যে আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা তদন্ত করতে। যদি তদন্তে কিছু পাওয়া যায় অবশ্যই শাস্তির ব্যবস্থা করব আমরা।’