
সাভারের বিকেএসপিএতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করে প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে অনেকটাই সুস্থ এই ওপেনার। আজ শনিবার তাকে দেখা গেল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।
সুস্থ হয়ে উঠলেও তামিমকে খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে। মিরপুরে তাই খেলার জন্য যাননি তিনি। তিনি গিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে নিজ দলের খেলা দেখতে। সেখানে তামিমের মোহামেডান ক্লাবের বিপক্ষে আজ খেলেছে আবাহনী লিমিটেড।
দুপুরের পরপরই নিজ গাড়িতে করে মিরপুরে আসেন তামিম। প্রথমে প্রেসিডেন্ট বক্স ও পরে মোহামেডানের ড্রেসিংরুমে যান তিনি। পরে মোহামেডানের সতীর্থরা তার সঙ্গে দেখা করেন।
গত ২৪ মার্চ বিকেএসপিতে খেলার আগে টসের পরপরই হার্ট অ্যাটাক করেন তামিম। পরে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর পর্যবেক্ষণের জন্য তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে পর্যবেক্ষণে থেকে বাসায় ফেরেন তামিম। পরে উন্নত চিকিৎসার জন্য তামিমকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখান থেকে ফিরে আজ মিরপুরে এলেন তিনি।