
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সর্বশেষ সভায় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। সাফের নির্বাচনে আগে যে নির্দিষ্ট বয়সসীমা ৭০ বছর ছিল, সেটি তুলে নেওয়া হয়েছে। ফলে কোনো বয়সের ভার না থাকায় সাফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন পরবর্তী নির্বাচনে দাঁড়াতে পারবেন। যদিও তার বয়স ৭২ বছর চলছে। আগামী নির্বাচন করবেন কি না- এ প্রসঙ্গে আমার দেশকে কাজী সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমি আগামী নির্বাচন করব। আশা করছি, ফুটবল ফেডারেশনের সমর্থনও পাব।’ সাফের নির্বাচনের ক্ষেত্রে কী বাফুফের কারো সঙ্গে আলাপ হয়েছে? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান, ‘এখানো আলোচনা হয়নি। তবে বাফুফের সমর্থন পাবেন বলেই আশা করছি।’
২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চারবার সভাপতির দায়িত্ব পালন করেন কাজী সালাউদ্দিন। পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নেননি। বাফুফের মতো ২০০৯ সাল থেকে সাফেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী বছর সাফে তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। তবে সাফে পঞ্চমবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিলেন সালাউদ্দিন। কেননা আসন্ন নির্বাচনে বয়সসীমার পাশাপাশি টানা নির্বাচন করার বাধা উঠে যাচ্ছে। সালাউদ্দিনকে সাফের দেশগুলো সভাপতি প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। এমনটাই জানান বাফুফে সদস্য জাকির হোসেন। সাফের সভায় বাফুফের প্রতিনিধিত্ব করেন তিনি। তবে সাফের নির্বাচনের জন্য বাফুফেরও সমর্থন লাগবে সালাউদ্দিনের। এখন পর্যন্ত কেউ সাফের সভাপতি পদে বাংলাদেশ থেকে নির্বাচন করবেন বলে জানা যায়নি। তাই বাফুফের সমর্থন পেতে কোনো সমস্যা হবে না বলেই আশা করছেন কাজী সালাউদ্দিন।