
ভারতে ‘মুসলিম স্বার্থবিরোধী’ ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। রোববার (৬ এপ্রিল) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ভারতের ওয়াকফ সংশোধনী বিলসহ চলমান ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হতে পারে সংবাদ সম্মেলনে।
বিএনপির একটি সূত্র বলছেন, গতকাল বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামী নেতাদের বৈঠক হয়েছে। সেখানে ভারতের ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানানোর প্রস্তাব ছিল। সেই অনুযায়ী আজকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিএনপি তার প্রতিক্রিয়া জানাবেন।