Image description

টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজও হেরে গেল পাকিস্তান। আজ বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮৪ রানে হেরে সিরিজ খুঁইয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। তাদের প্রথম ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। ম্যাচ শেষে অবশ্য কোনো অজুহাত না দিয়ে নিজেদের ব্যর্থতা মেনে নিলেন রিজওয়ান।

নিউজিল্যান্ডের দেওয়া ২৯৩ রানের টার্গেট তাড়ায় নেমে ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বাবর আজম ১ আর রিজওয়ান করেছেন ৫ রান। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক রিজওয়ান বলেন, ‘আমরা ব্যাটিং ভালো করিনি। ফাহিম আর নাসিম সত্যিই ভালো লড়াই করেছে। পেস এবং বাউন্স মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং কন্ডিশন, এশিয়ার থেকে আলাদা। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা অবশ্যই অজুহাত দেব না।’

শেষদিকে পেসার নাসিম শাহ (৫১) আর সর্বোচ্চ ৭৩ রান করা ফাহিম আশরাফের ৫৬ বলে ৬০ রানের জুটিতে পাকিস্তানের পরাজয়ের ব্যবধান কমেছে। তবে কিউই বোলারদের সামনে পাকিস্তানি টপ অর্ডারর কোনো জবাবই ছিল না। প্রতিপক্ষের প্রশংসা করে রিজওয়ান বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সুশৃঙ্খল এবং ধারাবাহিকভাবে হার্ডলাইনে বোলিং করেছে। গত কয়েকমাস ধরেই আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে হেরে যাচ্ছি। এখন কন্ডিশন দেখে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’