Image description

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার।

মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তার ৪০৪ রানের মধ্যে ৫০টি বাউন্ডারি আর ২২টি ওভার বাউন্ডারি রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সেন্ট গ্রেগরি হাই স্কুল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। তার অপরাজিত ৪০৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। জবাবে ১১ দশমিক ৪ ওভারে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ক্যামব্রিয়ান। 

সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানের ইনিংস খেলেন ১১ নম্বর ব্যাটার অপূর্ব বারৈ। ক্যামব্রিয়ানের হাসান হৃদয় ও সাদ পারভেজ মিলেই ১০ উইকেট নেন। ১১ রান খরচায় হৃদয় ৬ উইকেট এবং ১৬ রানে ৪ উইকেট নেন সাদ।

মুস্তাকিম হাওলাদারের স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’