Image description
 

এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপে নিজ নিজ খেলায় জিতেছেন বাংলাদেশের দাবাড়ুরা।

মঙ্গলবার শ্রীলংকার কলম্বো শহরে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান।

মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নিজেদের খেলায় জিতেছেন।

মনন রেজা শ্রীলংকার করুনাসেনা চিনিথা সিহাস দিনসারাকে, মোহাম্মদ ফাহাদ রহমান স্বাগতিক ইন্দুবভারা থিসারিন্দুকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার জানুকসানকে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান একই দেশের ডানডিনিয়াকে হারান।