
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের বন্ধুত্বের শুরুটা বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। পরে জাতীয় দলে একসঙ্গে দীর্ঘ পথচলায় দুজনের ঘনিষ্ঠতা বেড়েছে আরও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কদিন আগেই বিদায় নিয়ে ফেলেছেন তামিম। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক। প্রিয় বন্ধুর বিদায়ে ভিডিও বার্তায় স্মৃতিচারণ করলেন টাইগার ওপেনার।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি।
মুশফিকের অবসর প্রসঙ্গে তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’