Image description

পাকিস্তানের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। রাওয়ালপিন্ডি বা করাচির উইকেট যেনো দুই হাত ভরে দেয় ব্যাটারদের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও এর ব্যতিক্রম হলো না। আট বছর পর অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যেখানে উইল ইয়াং ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন উইল ইয়াং ও টম লাথাম। অর্ধশতক তুলে নিয়েছেন গ্লেন ফিলিপসও। জোড়া শতকও এক অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে আজ ওপেনিংয়ে নামেন উইল ইয়াং ও ডেভন কনওয়ে। ক্রিজে নেমেই দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম সাত ওভারেই তুলে নেন ৩৯ রান। তবে পরের ওভারেই এই জুটিকে থামিয়ে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন আবরার আহমেদ।

আবরার আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে। আউট হওয়ার আগে করেন ১৭ বলে ১০ রান। তার বিদায়ে ৩৯ রানে ওপেনিং জুটি ভাঙে কিউইদের।

ডেভন কনওয়ের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান কেন উইলিয়ামসনও। ২ বলে মাত্র রান করে নাসিম শাহ এর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

কেন উইলিয়ামসনের বিদায়ের পর জুটি গড়ে দলের হাল ধরেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করে নিউজিল্যান্ড। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামিয়ে পাকিস্তাসকে স্বস্তি এনে দেন হারিস রউফ।

হারিস রউফের বলে মিড অনে শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২৪ বলে ১০ রান করা ড্যারিল মিচেল। তার বিদায়ে ভাঙে ৩৩ রানের জুটি।

এরপরেই ওয়ানডে ক্যারিয়ারের ১১তম অর্ধশতক তুলে নেন ওপেনার উইল ইয়াং। পাকিস্তানের বিপক্ষে আজ তিনি ৫৬ বলে তুলে নেন অর্ধশতক। অর্ধশতক তুলে নেওয়ার পর টম ল্যাথামকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুলতে থাকেন।

এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে নিউজিল্যান্ড। ৫৬ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ১০৭ বলেই সেঞ্চুরি তুলে নেন উইল ইয়াং। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক।

উইল ইয়াংয়ের শতকের পর অর্ধশতক তুলে নেন টম ল্যাথাম। পাকিস্তানের বিপক্ষে আজ তিনি ৬১ বলে তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে কিউইরা।

অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামিয়ে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন নাসিম শাহ। নাসিম শাহ এর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সেঞ্চুরি তুলে নেওয়া উইল ইয়াং। আউট হওয়ার আগে করেন ১১৩ বলে ১০৭ রান। তার বিদায়ে ভাঙে ১১৮ রানের জুটি।

উইল ইয়াং ফিরে গেলে জুটি গড়ে পাকিস্তানি বোলোরদের ওপর তাণ্ডব চালাতে থাকেন টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। পাকিন্তানি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে উইল ইয়াং এর পর সেঞ্চুরি তুলে নেন টম ল্যাথামও। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। সেঞ্চুরির পথে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার। উইল ইয়াং আর টম ল্যাথামের জোড়া সেঞ্চুরির পর অর্ধশতক তুলে নেন গ্লেন ফিলিপস। পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে অর্ধশতক তুলে নেন তিনি। অর্ধশতক তুলে নেওয়ার পর ইনিংসের ২ বল বাকি থাকতে আউট হন তিনি।

ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬১ রান। দুজনের জুটি থেকে আসে ৭৪ বলে ১২৫ রান। লাথাম অপরাজিত থাকেন ১১৮ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ হ্যারিস রউফ নেন ২টি করে উইকেট। আবরারের শিকার ১ উইকেট।