Image description

দূর পাহাড়ি এলাকা, বিদেশ ভ্রমণ, ব্যস্ত শহর—যে কোনো জায়গায় হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় অনেক ভ্রমণকারীকে। ঠিক সেই মুহূর্তে নেভিগেশনের কাজ বন্ধ হয়ে গেলে যাত্রা হয়ে যায় আরও জটিল। কিন্তু অনেকেই জানেন না, গুগল ম্যাপসে এমন একটি বিল্ট-ইন ফিচার রয়েছে যা ইন্টারনেট ছাড়াই আপনাকে পথ দেখাতে পারে—অফলাইন ম্যাপস।

গুগলের অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী, আগে থেকেই নির্দিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখলে যেকোনো সময়, যেকোনো জায়গায়—এমনকি মোবাইল ডাটা বন্ধ থাকলেও—আপনি সহজেই নেভিগেশন সুবিধা ব্যবহার করতে পারবেন। কারণ মানচিত্র ডাউনলোড করার পর অ্যাপটি ডাটা নয়, সরাসরি ফোনের জিপিএসের ওপর নির্ভর করে।   

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবে

  • গুগল ম্যাপস অ্যাপ খুলে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  • ‘অফলাইন ম্যাপস’ অপশন সিলেক্ট করুন।
  • ‘চুজ ইউর ওউন ম্যাপ’-এ গিয়ে প্রয়োজন অনুযায়ী অঞ্চল জুম করে নির্ধারণ করুন।
  • এরপর ‘ডাউনলোড’ চাপলেই সেই এলাকার ম্যাপ ডিভাইসে সেভ হয়ে যাবে।

ডাউনলোড করা ম্যাপ দিয়ে গাড়ির জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন পাওয়া যাবে, যদিও ট্রাফিক আপডেট, বিকল্প রুট বা পাবলিক ট্রান্সপোর্ট তথ্য অফলাইনে দেখা যাবে না।

ওয়াইফাই চালু থাকলে অফলাইন ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তবে ভ্রমণের আগে একবার ম্যানুয়ালি চেক করে নিলে আরও নিরাপদ। 

 

কখন সবচেয়ে বেশি কাজে লাগে অফলাইন ম্যাপ?

  • দুর্গম বা পাহাড়ি এলাকায়
  • গ্রামাঞ্চলে
  • বিদেশ ভ্রমণে ডেটা রোমিং খরচ বাঁচাতে
  • ভিড়পূর্ণ বাজার বা ভূগর্ভস্থ পার্কিংয়ে
  • নেটওয়ার্ক ওঠানামা করলে

ইন্টারনেট বন্ধ থাকলেও ফোনের জিপিএস সবসময় সক্রিয় থাকে, তাই আগে ডাউনলোড করা মানচিত্র দিয়ে চলাচল একদম নিখুঁতভাবে করা যায়।

ভ্রমণের আগে প্রস্তুতি নেবেন যেভাবে

  • যাত্রার আগে ওয়াইফাই সংযোগে ম্যাপ ডাউনলোড করে নিন।
  • হোটেল, আশপাশের এলাকা এবং সম্ভাব্য যাত্রাপথসহ একটু বড় এলাকা সেভ করুন।
  • অফলাইন ম্যাপ নিয়মিত আপডেট হচ্ছে কি না যাচাই করুন।
  • ফোন চার্জে রাখুন—জিপিএস বেশি ব্যাটারি ব্যবহার করে।
  • প্রয়োজনে এসডি কার্ডে ম্যাপ সেভ করুন, এতে ইন্টারনাল স্টোরেজ বাঁচে।

অফলাইন ম্যাপস কার্যকরভাবে ব্যবহার করার আরও কয়েকটি কৌশল

  • রুট আগেই অনলাইনে দেখে নিলে অফলাইনে আরও ভালো কাজ করে।
  • আলাদা ম্যাপগুলোর নাম বদলে রাখুন—যেমন “সিলেট ট্রিপ” বা “ঢাকা নর্থ”।
  • শক্তিশালী ওয়াই-ফাই থাকলে ডাউনলোড করুন, অসম্পূর্ণ ম্যাপের ঝুঁকি কমে।
  • আগে থেকে ‘সেভড প্লেসেস’ মার্ক করলে তা অফলাইনেও দেখা যাবে।
  • খোলা আকাশে থাকলে জিপিএস সিগন্যাল সবচেয়ে ভালো পাওয়া যায়।

যে কারণে সমস্যায় পড়তে পারেন

  • ডাউনলোড করা এলাকার পরিধি যথেষ্ট বড় না হলে
  • ম্যাপের মেয়াদ শেষ হয়ে গেলে
  • ফোনে স্টোরেজ কম থাকলে
  • টানেল বা বদ্ধ স্থানে জিপিএস দুর্বল থাকে
  • ট্রাফিক বা বাস-ট্রেনের মতো লাইভ ফিচারে প্রবেশের চেষ্টা করলে

এসব সমস্যার সমাধান সাধারণত ম্যাপ আপডেট করা বা বড় এলাকার ম্যাপ ডাউনলোডের মাধ্যমে হয়ে যায়।