Image description

সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মগুলোতে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ থেকে শুরু করে বন্ধু বাড়ানো, সবই চলছে নিয়মিতভাবে। কিন্তু এই সহজ-সরল ব্যবহারের মাঝেই লুকিয়ে আছে বড় ধরনের সাইবার ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসতর্কতা আপনার ব্যক্তিগত তথ্য তো বটেই, ফেসবুক অ্যাকাউন্ট এবং এমনকি ব্যাংক অ্যাকাউন্টও বিপদে ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্ট, স্ক্যামার এবং হ্যাকারদের কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। বন্ধুত্বের নামে এসব প্রতারকরা সহজেই পরিচিত হওয়ার চেষ্টা করে এবং পরে বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। অনেক সময় তারা এমন লিঙ্ক পাঠায় যা দেখলে অফিসিয়াল মনে হয়, কিন্তু ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে।

যে ভুলগুলো করলে বিপদ নিশ্চিত
অনেকে ভুলে অপরিচিতদের সাথে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক তথ্য, ফোন নম্বর বা ব্যক্তিগত ছবি শেয়ার করে ফেলেন—যা হ্যাকারদের ফাঁদে পড়ার অন্যতম কারণ। বিশেষ করে মেসেঞ্জার বা ইনবক্সে পাঠানো অজানা লিঙ্ক ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা বেড়েই চলেছে।

কীভাবে নিরাপদ থাকবেন
*সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ
*অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।
*কিছু সময় পর পর পাসওয়ার্ড বদলান।
*বিভিন্ন ডিভাইসে লগইন করলে পরে অবশ্যই “লগ আউট ফ্রম অল ডিভাইসেস” ব্যবহার করুন।
*প্রাইভেসি সেটিংস এমনভাবে ঠিক করুন যাতে আপনার পোস্ট ও তথ্য কে দেখবে তা আপনি নির্ধারণ করতে পারেন।
*পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকুন।