
ভারতে দৈনিক আমার দেশের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩.৩৯ মিনিটে ইউটিউব কর্তৃপক্ষ আমার দেশকে এতথ্য জানিয়েছে।
এর আগে এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। ভারত থেকে বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
শুক্রবার (৯ মে) ডিসমিসল্যাব জানিয়েছিল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব।
শনিবার (১০ মে) ডিসমিসল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল- সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে।
এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড (স্বীকৃত)। এদের মোট সাবস্ক্রাইবার ৫ কোটি ৪২ লাখের বেশি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ভারতে বাংলাদেশের বেশকিছু টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক।
প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ।