উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবার আগে শেষ ষোলোর টিকিট কেটেছিল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। সেরা ৮ দলের একটি হয়ে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল আরও বেশ কয়েকটি দলের। যাদের মধ্যে সফল হয়েছে লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। এদের মধ্যে লিভারপুল ও বার্সেলোনা বইয়েছে গোলবন্যা।
বুধবার (২৮ জানুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগপর্বের শেষ ম্যাচে কারাবাগ এফকের ৬-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের জয়ে জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, একটি করে করেন ফ্লোরিয়ান উইর্টজ, মোহাম্মদ সালাহ, হুগো একিতেকে, ফেদেরিকো চিয়েজা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আর্নে স্লটের শিষ্যরা।
একই রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এফসি কোপেনহেগের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যেখানে রবার্ট লেভানডভস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া ও মার্কাস রাশফোর্ডে গোলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ৮ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৫ নম্বরে।
এই তালিকায় চার নম্বরে আছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম, লিগ পর্বের শেষ ম্যাচে এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টকে তারা হারিয়েছে ২-০ গোলে। ৬, ৭ ও ৮-এ আছে যথাক্রমে চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে।