Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এবার ভারত যাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের এমন সিদ্ধান্তের পর থেকেই সমর্থন জানিয়ে এসেছে পাকিস্তান। শুধু সমর্থন বললে অবশ্য কমই বলা হবে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকভি তো টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটেরও হুমকি দিয়েছেন।

এর মধ্যেই অবশ্য রোববার (২৫ জানুয়ারি) পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দল ঘোষণার পর অনেকেই মনে করছেন, আইসিসির হুমকিতে ভীত হয়েই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কিন্তু না, যারা এমন ধারণা পোষণ করছেন তাদের উদ্দেশ্যে এবার বোমা ফাটালেন খোদ নির্বাচক কমিটির এক সদস্য।

এ প্রসঙ্গে পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদ গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলেও তাদের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। দল ঘোষণার পর জাভেদ যা বলেছেন, তাতে বোঝা গেল এখনো নাটকীয়তার অবসান ঘটেনি। তার এমন মন্তব্যে খেলাটাকে যেন আরও জমিয়ে তুলেছে বলেও মনে করছেন ক্রিকেটবোদ্ধাদের অনেকে।

আকিভ জাভেদ বলেন, ‘আমরা নির্বাচক, আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার (ডেডলাইন) ঠিক আগমুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সে বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’

যদিওবা বাংলাদেশের মতো পাকিস্তানকে বিশ্বকাপে খেলার জন্য ভারত যেতে হচ্ছে না। কেননা, পিসিবি, বিসিসিআই ও আইসিসি গত বছর একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছিল, যার অধীনে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। তাই পাকিস্তান তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এবং সেখানে গিয়েই তাদের বিপক্ষে খেলবে ভারত।