ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা বিএনপি।
বহিষ্কৃত নেতারা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খোসবুর রহমান খোকন, রিজাউল করিম রেজা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সভা-মিটিং ও যোগাযোগ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় খোসবুর রহমান খোকন বলেন, ‘একটি আসনে অনেকেই মনোনয়ন চাইতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দলের টিকিট পান একজন। আমাদের আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন খন্দকার নাসিরুল ইসলাম। মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত আমরা অন্য একজন বিএনপি প্রার্থীর সমর্থক ছিলাম, যা দলীয় রাজনীতিতে স্বাভাবিক বিষয়।
দলীয় ঐক্যের ঘাটতির অভিযোগ তুলে তিনি আরো বলেন, ‘মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর দায়িত্ব ছিল সব স্তরের নেতাকর্মীদের নিয়ে বসা এবং ঐক্য গড়ে তোলা, যা করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা দলীয় অফিসে একটি অভ্যন্তরীণ মিটিং করছিলাম। সে সময় স্বতন্ত্র প্রার্থী পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ অফিসে ঢুকে পড়েন। তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।
নির্বাচনে সমর্থন করার বিষয়ে বিএনপির এই সাবেক নেতা বলেন, ‘যেহেতু আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই আমরা দলীয়ভাবে আর বাধ্য নই। এলাকার জন্য যিনি ভালো কাজ করবেন এবং উন্নয়নে ভূমিকা রাখবেন, তাকেই আমরা সমর্থন করবো।’
অন্যদিকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, ‘বহিষ্কৃত নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছেন। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন।