Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের কড়া ও বিস্ফোরক মন্তব্য ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে সংকট। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও ক্রিকেটারদের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি বিসিবি। ফলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও শুরু হয়নি বিপিএলের দিনের প্রথম ম্যাচ। একই সঙ্গে এখনও শুরু হয়নি কোয়াব ঘোষিত সংবাদ সম্মেলনও।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) থেকেই ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের খেলা। সূচি অনুযায়ী, দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। তবে ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে নামেননি। এর ফলে ম্যাচ আয়োজন নিয়েই বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

এর আগে কোয়াব স্পষ্ট জানিয়ে দেয়—এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের কোনো ঘোষণা না আসায় ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল থাকেন ক্রিকেটাররা। রাতভর আলোচনা ও সকালে নতুন করে বৈঠক হলেও সমাধান মেলেনি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত হলেও বিসিবি আজকের দুটি ম্যাচই সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে তিনি স্বীকার করেন, প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচের সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। সেখানে ছয় দলের ক্রিকেটারদের এক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই সংবাদ সম্মেলনও শুরু হয়নি।