Image description
 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া না হলে কী হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারপাশে। নানান সময়ে নানান তথ্য আসছে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণে খানিকটা হতাশ সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর সবকিছু জানানো উচিত ছিল।

 

আজ রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থটা সবার আগে থাকতে হবে। পাশাপাশি ভবিষ্যৎটা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েন না। তার চেয়ে বড় কথা হলো যখনই প্রকাশ্যে কমেন্ট করে ফেলেন, বিভিন্ন পরিচালক বিভিন্নভাবে গিয়ে কমেন্ট করছে এটাতে একটা নিশ্চয়তা তৈরি হয়ে যায়।’

 
 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া দুঃখজনক বলেও জানান তামিম ইকবাল। তার কথায়, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই।’ পাশাপাশি চট্টগ্রামে বিপিএলের ম্যাচ না হওয়ায় বিসিবির তুমুল সমালোচনাও করেন তিনি। তামিমের কথায়, ‘আমি বেশ অবাক চট্টগ্রামে কেন খেলা হচ্ছে না। চট্টগ্রাম হলো বাংলাদেশের সবচেয়ে হাই স্কোরিং মাঠ। পরিকল্পনায় নিশ্চয়ই ঘাটতি আছে। ঘাটতি আছে দেখেই এ ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন।’