বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়ার পর দলের দায়িত্ব নেয় বিসিবি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চট্টগ্রামের পরিস্থিতি এমন ছিল যে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়েই মাঠ নেমেছিল তারা। দলটি কার্যত এলোমেলোভাবে নামলেও মাঠে পারফরম্যান্সে তার উল্টো ছবিই দেখাচ্ছে।
চার ম্যাচে তিন জয় নিয়ে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে বন্দরনগরীর দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে শীর্ষ অবস্থানে চট্টগ্রাম রয়্যালস।
তবে টেবিলের শীর্ষে উঠার পরপরই দুঃসংবাদ চট্টগ্রাম শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির পেস ইউনিটের অন্যতম সেরা অস্ত্র মুকিদুল ইসলাম মুগ্ধ। সিলেট টাইটান্সের বিপক্ষে বোলিংয়ের সময়ই চোটে পড়েন মুগ্ধ। যে কারণে ইনিংসের পঞ্চম ওভারে ২ বল করার পরপরই ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। এই ওভারের বাকি ৪টি বলসহ তার জায়গায় বোলিং করেন পাকিস্তানের মির্জা তাহির বেগ। অবশ্য, ইনজুরিতে মাঠ ছাড়ার আগে দুর্দান্ত বোলিংয়ে সিলেটের অধিনায়ক মিরাজকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন এই পেসার।
চলতি আসরে দারুণ ফর্মে আছেন চট্টগ্রামের এই পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন দলটির ফিজিও এনামুল হক।