Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। যেখানে প্রতিদিনই মাঠে গড়াচ্ছে উত্তেজনাপূর্ণ ম্যাচ, আর নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতেই মরিয়া সবাই। 

তবে ঘরোয়া এই টুর্নামেন্ট শেষেও বিশ্রামের খুব বেশি সুযোগ থাকছে না জাতীয় দলের ক্রিকেটারদের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর সেই লক্ষ্যেই বিপিএলকে প্রস্তুতির প্রধান মঞ্চ হিসেবে ব্যবহার করছে টাইগাররা।

এদিকে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আসন্ন বৈশ্বিক এই মহারণের জন্য নিজেদের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দলে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের জায়গা হয়নি। একইভাবে মাহিদুল ইসলাম অঙ্কনও প্রাথমিক দলে সুযোগ পাননি। তবে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ কয়েকজন পরিচিত মুখ এই প্রাথমিক তালিকায় আছেন।

অন্যদিকে চলমান বিপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে পারফরম্যান্সের ঝলক দেখিয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ধারাবাহিক রান করে আবারও নির্বাচকদের দৃষ্টি কাড়ছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া বল হাতে সমানতালে ভালো করে যাচ্ছেন রিপন মন্ডল, পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্সে আলিস ইসলামও প্রশংসা কুড়িয়েছেন।
সবমিলিয়ে এমন পারফরম্যান্সে বিপিএল এখন কেবল ঘরোয়া লিগেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই বিবেচিত হচ্ছে। 

আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে। ফলে বিপিএলের প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসই  ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের মঞ্চ মাতানোর স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। 

বিশ্বকাপের সম্ভাব্য দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।